|
Date: 2024-05-26 23:11:47 |
আজ ২৬ই মে(রবিবার)। রাজধানীর সরকারি তিতুমীর কলেজের আইসিটি বিভাগের অধীনে তথ্য প্রযুক্তি বিষয়ক ব্যবহারিক জ্ঞান সম্পন্ন দক্ষ প্রজন্ম তৈরির লক্ষ্যে সরকারি তিতুমীর কলেজের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত Training on Information & Communication Technology (ICT) Certificate Award কোর্স এর আজ সমাপনী অনুষ্ঠান আয়োজিত হয়েছে। অনুষ্ঠান শেষে সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আরা বেগম।
এসময় আরো উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোঃ মহিউদ্দিন, শিক্ষক পরিষদের সম্পাদক কাজী ফয়জুর রহমান, বিভাগীয় শিক্ষক মন্ডলী ও প্রশিক্ষকবৃন্দ, এবং সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোর্স সমন্বয়ক জনাব মো: আব্দুল কাদের।
প্রশিক্ষণার্থীদের হাতে কলমে মাইক্রোসফট এক্সেল,পাওয়ার পয়েন্ট, এমএস ওয়ার্ড এর বেসিক ব্যবহার শেখানো হয়।
মূলত একজন শিক্ষার্থী কিভাবে প্রেজেন্টেশন তৈরী করবে তার একটি মানসম্পন্ন ধারনা, প্রস্তুতি জ্ঞান, এবং ব্যবহারিক শিক্ষা এই কোর্সের মাধ্যমে সম্পন্ন করা হয়। একজন শিক্ষার্থী তার শিক্ষাজীবন তো বটেই, কর্মক্ষেত্রেও সমান ভাবে যেন এগিয়ে থাকে এজন্যই এই কর্মশালা।
সরকারি তিতুমীর কলেজ শিক্ষার্থীর সংখ্যায় অনেক বড়ো প্রতিষ্ঠান। পর্যাপ্ত ল্যাব সুবিধা না থাকায় সবাইকে সুবিধা দেওয়া সম্ভব হচ্ছে না। যদি ল্যাব সুবিধা বৃদ্ধি করা সম্ভব হয় তাহলে আরও অনেক বেশী শিক্ষার্থীকে ব্যবহারিক শিক্ষা দিতে পারবেন বলে আইসিটি বিভাগের শিক্ষকদের আশা।
বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানে এই ধরনের কর্মশালা সর্বপ্রথম রাজশাহী সরকারি কলেজ আয়োজন করেন। এবং দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে সরকারি তিতুমীর কলেজ আয়োজন করে।
সরকারী তিতুমীর কলেজ আইসিটি বিভাগ যদি মানসম্মত আরও কম্পিউটার এবং উন্নত ল্যাব সুবিধা পায় তাহলে আরও বেশী শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিতে চায়।
প্রশিক্ষণার্থীরা বিনামূল্যে প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করে। পর্যায়ক্রমে বিভিন্ন বিভাগের অনান্য শিক্ষার্থীরাও এই সুবিধার আওতায় আসবে।
© Deshchitro 2024