|
Date: 2024-05-27 09:36:32 |
ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে উপকুলীয় এলাকা দ্বীপজেলা ভোলার ক্ষতিগ্রস্থ সাধারন মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে ইয়েস বাংলাদেশ, ভোলা জেলা টিম।
গতকাল রাত থেকেই ভোলায় ব্যাপকভাবে তান্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। সোমবার সকালে ইয়েস বাংলাদেশের ভোলা জেলার আওতাধীন উপজেলা সমূহের উপকূলীয় অঞ্চলে ক্ষতিগ্রস্থ মানুষের কাছে ছুটে গিয়েছেন ইয়েস বাংলাদেশ, ভোলা জেলা টিমের সদস্যরা।
এসময় তারা ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন এবং তাদের কে সতর্কতা অবলম্বন করতে পরামর্শ প্রদান করা সহ দ্রুত সবাইকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য আহ্বান জানান।
ইয়েস বাংলাদেশ, ভোলা জেলার সাধারণ সম্পাদক মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) বলেন, যুব নেতৃত্বাধীন সংগঠন ইয়েস বাংলাদেশের সদস্যরা এভাবেই যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।
ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার বাসিন্দা কাজী এহসানুল হক জিহাদ জানান, যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষদের কাছে ইয়েস বাংলাদেশ, ভোলা জেলা টিমকে ছুটে যেতে দেখেছি।
এসময় উপস্থিত ছিলেন ইয়েস বাংলাদেশে, ভোলা জেলার সদস্য ফজলে রাব্বি রিমন সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024