|
Date: 2022-10-31 08:13:05 |
ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় ঢাকা ময়মনসি্ংহ মহাসড়কে দুর্ঘটনায় জন্ম নেওয়া শিশু ফাতেমার কল্যাণে পাঁচ লাখ টাকা ব্যয়ে অনিয়ম হওয়াই ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হককে শোকজ করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ আগামী তিন সপ্তাহের মধ্যে শোকজের জবাব দিতে এ আদেশ দেন।আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসাইন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
© Deshchitro 2024