শপথ গ্রহন করলেন কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ব্যারিস্টার হানিফ বিন কাশেম,ভাইস চেয়ারম্যান আকবর খাঁন, ও মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আকতার বিউটি।
২৮মে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে চট্রগ্রাম সার্কিট হাউসে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এ সময় তাদের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মো: তোফায়েল ইসলাম।
উল্লেখ্য, গত ৮ মে প্রথম ধাপের কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. ফরিদুল ইসলাম চৌধুরীকে পরাজিত করে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন ব্যারিস্টার হানিফ বিন কাশেম।অপর দিকে ভাইস চেয়ারম্যাান পদে আকবর খাঁন তার নিকটতম প্রার্থী জুনাইদুল হককে পরাজিত করে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান হাছিনা আকতার বিউটি তার নিকটতম প্রার্থী উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছৈয়দা মেহেরুন্নেছাকে পরাজিত করে ৩য় বারের মত পুনরায় নির্বাচিত হন।