|
Date: 2022-10-31 09:56:50 |
কলমেঃএম ইয়াকুব হাসান অন্তর
আমার যতো ভাবনা ছিল
যতো সুর ছিল যতো গান ছিল
সবই তোমার তরে রাখা ছিল।
তুমি আসবে মৃদু পায়ে হেঁটে
তুমি আসবে আমার বাটে।
যে পথ গেছে সবুজের মাঝ দিয়ে,
তুমি আসবে খোলা চুলে অপরূপ
মাধুর্য নিয়ে,
তোমার হাতে বেলোয়ারি চুড়ির রিনঝিন
শব্দে আমার হৃদয় উঠবে গেয়ে,
ক্ষণে ক্ষণে ভালোবাসার গান হয়ে।
তোমার ঝুমকো কানের দুল চুল ঘেঁষে নাচে
আমি মুগ্ধ হই,
তোমার কাজল কালো চোখ যেন মনের কথা
বলে আমি খুশি হই।
তোমার পায়ে রিনিক-ঝিনিক পায়েল খানি বাজে,
তোমার দেহখানির মুগ্ধ রূপ জেগে ওঠে শাড়ির
ভাজে।
তুমি আসবে ভালোবাসার কথা বলবো কানে কানে,
তুমি আসবে প্রেমময় নির্জনে অতি সঙ্গোপনে ।
তোমায় নিয়ে বেড়াতে যাবো পাহাড়ের গায়ে
সবুজ ঘাসে বসবো দুজন হাতে হাত ছুঁয়ে,
ডালোবাসার ঘর বাঁধবো দু'জনাতে এক হয়ে।
© Deshchitro 2024