ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে ভোটগ্রহণ হবে আগামীকাল বুধবার। গতকাল মধ্যরাতে শেষ হয়েছে প্রার্থীদের প্রচারণা। ৩য় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা নির্বাচনে কক্সবাজার জেলায় ৩ টি উপজেলায় এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে শেষ হবে জেলার সবকটি উপজেলা নির্বাচন।

এরই মধ্যে ভোটগ্রহণের সবধরনের প্রস্তুতি সারছেন নির্বাচনী কর্মকর্তারা। কেন্দ্রে কেন্দ্রে পাঠানে হয়েছে নির্বাচনী সরঞ্জাম। মঙ্গলবার সকাল থেকেই ইভিএম মেশিন, আইনশৃঙ্খলা বাহিনী, প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিংদের স্ব স্ব দায়িত্বপূর্ণ এলাকায় নিয়োজিত করা হয়েছে।

রামু উপজেলা পরিষদ নির্বাচনে ৩ টি পদের বিপরীতে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে ৩ জন চেয়ারম্যান প্রার্থী, ৫জন ভাইস চেয়ারম্যান প্রার্থী, ২ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। এখানে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৬ হাজার ৯৫১ জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছে ৯৯ হাজার ১২৫ জন। নারী ভোটার রয়েছে ৮৭ হাজার ৮২৬ জন। ৬৪ টি ভোটকেন্দ্রের ৪৩৪ টি ভোট কক্ষ রয়েছে।

উখিয়া উপজেলাায় মোট ভোটার ১ লাখ ৫১ হাজার ৫৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৮ হাজার ৫৫০ জন এবং নারী ভোটার ৭৩ হাজার ১৪ জন। ৬২ টি ভোটকেন্দ্রে ৩৫৫ টি কক্ষ রয়েছে।

উখিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে  ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে ৩ টি পদের বিপরীতে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮০ হাজার ৮০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯২ হাজার ৭৫ জন এবং নারী ভোটার ৮৮ হাজার ৭২৬ জন। মোট ভোট কেন্দ্র রয়েছে ৬০ টি।

আগামীকাল ২৯ মে ইভিএমে এ তিন উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024