|
Date: 2024-05-28 14:39:20 |
শ্যামনগর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ মঙ্গলবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক সভা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম আতাউল হক দোলনের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান, নকশীকাঁথা পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, এস এম আফজালুল হক, বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন প্রমুখ।
সভায় হাসপাতাল উন্নয়ন ও হাসপাতালের সেবার মান উন্নয়ন,অবকাঠামো উন্নয়ন সহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়।
ছবি- শ্যামনগরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় বক্তব্য রাখছেন এমপি আতাউল হক দোলন।
© Deshchitro 2024