তৃতীয় ধাপের ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাচনের ভোট গ্রহন শুরু হয়েছে। বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে শুরু হয়েছে  চলবে বিকাল ৪টা পর্যন্ত।এই উপজেলায় ভোটাররা ভোট দিচ্ছেন ব্যালটে মাধ্যমে। 


লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস -চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। সদর উপজেলায় ২১ টি ইউনিয়নে ১৯২ টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এতে মোট  ভোটার সংখ্যা ৬ লক্ষ ১৯ হাজার ৬৪৫ জন। 


রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে  ম্যাজিষ্টেট, পুলিশ, আনসার র‌্যাব ও  বিজিবি মোতায়েন করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024