নাগেশ্বরী উপজেলায় আজ বুধবার ( ২৯ মে ) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ৩য় ধাপের ভোটগ্রহণ সকাল ০৮:০০ ঘটিকা হতে বিকাল ০৪:০০ ঘটিকা পর্যন্ত নাগেশ্বরী উপজেলায় সুষ্ঠু ও সুশৃঙ্খল ভাবে ভোট গ্রহন হয়েছে।

সকালের দিকে ভোটার সংখ্যা কম থাকলেও বেলা গড়ার সাথে সাথে ভোটার সংখ্যা বৃদ্ধি পায় এবং সুষ্ঠু ও সুশৃঙ্খল ভাবে ভোট গ্রহণ করেন দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা। 

ভোটগ্রহণ শুরুর আগ থেকেই নাগেশ্বরী উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ ও পুলিশ সুপার আল আসাদ মো.মাহফুজুল ইসলাম,জেলা নির্বাচন কর্মকর্তা,গোয়েন্দা অফিসার বৃন্দ সহ মাঠে সার্বক্ষনিক রয়েছে জেলা প্রশাসন ও জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসারবৃন্দ। 

এদিকে নাগেশ্বরীর কেরামতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, ডি এম একাডেমি, নাগেশ্বরী আলিয়া কামিল মাদ্রাসা, মেছনিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাগেশ্বরী আইডিয়াল স্কুল  ও দক্ষিণ সুখাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোন আপত্তিকর ঘটনা ছাড়া সুষ্ঠু ও সুশৃঙ্খল ভাবে ভোট গ্রহন শেষ হয়েছে। 

ভোটাররা জানান এবারে ভোট সুষ্ঠু ভাবে গ্রহণ হয়েছে। কোনোরকম ভোট চুরি বা অপৃত্তকর ঘটনা নেই। আমরা নিজেদের ভোট নিজের ইচ্ছেমতো পছন্দের প্রার্থীকে ভালোভাবে দিয়েছি। এদিকে প্রিজাইটিং অফিসাররা জানান, নাগেশ্বরী উপজেলায় এবারে সুষ্ঠু ও সুশৃঙ্খল ভাবে ভোট গ্রহন করেছি। সকালে ভোটার সংখ্যা কম থাকলেও বেলা গড়ার সাথে সাথে ভোটার সংখ্যা বৃদ্ধি পায়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024