|
Date: 2024-05-30 01:13:00 |
গতকাল ২৯ মে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মুন্সিগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগর উপজেলায় নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সিরাজদিখানে চেয়ারম্যান পদে ৫ জন, পুরুষ-ভাইস চেয়ারম্যান পদে ১০ জন ও মহিলা-ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। আর শ্রীনগরে চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৪ জন নির্বাচনে অংশগ্রহণ করেন।
সিরাজদিখানে উপজেলা চেয়ারম্যান পদে মোঃ আওলাদ হোসেন মৃধা আনারস প্রতীকে ৪৬ হাজার ১৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকে মঈনুল হাসান পেয়েছেন ৪২ হাজার ১৮ ভোট এবং মোঃ আবু বকর সিদ্দিক কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৬৩০ ভোট।
এদিকে শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনে এম মাহবুব উল্লাহ কিসমত দোয়াত-কলম প্রতীকে ৫৭ হাজার ২৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মশিউর রহমান মামুন কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৬৪০ ভোট।
© Deshchitro 2024