|
Date: 2024-05-30 11:45:48 |
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: আশরাফুল কবীরকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ৩০ মে বৃহস্পতিবার বিকেল ৩টায় অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে বদলিজনিত বিদায় সংবর্ধনা উপলক্ষ্যে অফিসার্স ক্লাব এর পক্ষ থেকে তাকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে ও অফিসার্স ক্লাবের সদস্য সচিব মোস্তফা কামালের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মো: আশরাফুল কবীর, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দসহ উপজেলা পর্যায়ের অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ। তিনি শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ১ বছর ৮ মাস এসিল্যান্ড হিসেবে সুনামের সহিত সরকারি দায়িত্ব পালন করেছেন। যোগদানের পর নিজের সরকারি দপ্তরকে করে তুলেছেন জনবান্ধব এক প্রতিষ্ঠান। এসিল্যান্ড আশরাফুল কবীর ৩৭ তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। ইতিমধ্যেই তিনি সিনিয়র সহকারী সচিব হিসেবেও পদোন্নতি প্রাপ্ত হয়েছেন। এছাড়াও গত ২৩ মে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানে নামজারীর ক্ষেত্রে সহজীকরণ উদ্ভাবনী উদ্যোগের জন্য প্রথম স্থান লাভ করেছেন তিনি। শীঘ্রই তিনি নেত্রকোণা সদর উপজেলা ভূমি অফিসে যোগদান করবেন।
© Deshchitro 2024