পশ্চিম সুন্দরবন সাতক্ষীরারেঞ্জে বাঘের নখ সহ আটক এক ব্যক্তি

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ পশ্চিম সুন্দরবন সাতক্ষীরারেঞ্জের আওতায় বুড়িগোয়ালিনী বন বিভাগ কর্তৃক বাঘের নখ সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোসাইন চৌধুরী জানান, বৃহস্পতিবার(৩০মে) দুপুর ২টা৩০মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বুড়িগোয়ালিনী নীলডুমুর বাজার থেকে মোঃ শরিফ উদ্দীন(৪৫) নামে এক ব্যক্তিকে বন বিভাগের কর্মকর্তাবৃন্দ আটক করেন।

সাতক্ষীরারেঞ্জের সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোসাইন চৌধুরীর নেতৃত্বে আটক ব্যক্তি হল শ্যামনগর উপজেলার ঈশ^রীপুর ইউপির শ্রীফলকাটি গ্রামের মোঃ মোকাদ্দেস আলী মোল্যার ছেলে। তিনি বলেন আটক শরিফ উদ্দীন শরিফ ডাক্তার নামে পরিচিত।

আটককৃত ব্যক্তিকে তল্লাসি করে সুন্দরবনের বাঘের দুটি নখ পাওয়া যায়।

সহকারী বন সংরক্ষক বলেন আটক ব্যক্তির বিরুদ্ধে বন আইনে মামলার প্রস্ততি এবং জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে জেল হাজতে পাঠানো হবে।

ছবি- বনবিভাগ সাতক্ষীরারেঞ্জে সুন্দরবনের বাঘের নখ সহ আটক ব্যক্তি।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024