মহেশখালীর কালারমারছড়া-ধলঘাটা নৌ পথে যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বিকেল ৩টায় ফিশং ট্রলারের ধাকায় এই নৌকা ডুবির ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেল তিনটায় কালামারছড়া ঘাট থেকে ধলঘাটার উদ্দেশ্যে যাচ্ছিল একটি যাত্রীবাহী নৌকা। এ সময় উল্টো দিক থেকে আসা ফিশিং ট্রলারের সাথে ধাক্কা লাগলে যাত্রীবাহী নৌকা দু’ভাগ হয়ে সব যাত্রী নদী পড়ে যায়।

পরে ফিশিং ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করে। তবে দুই শিশুর অবস্থা এখন আশঙ্কাজনক। তাদের নেওয়া হয়েছে হাসপাতালে।

এই দুর্ঘটনায় যাত্রীদের মোবাইল ফোনসহ নানা সরঞ্জাম নষ্ট হয়েছে। পরবর্তীতে সুস্থ থাকা যাত্রীদের অন্য নৌকা করে ধলঘাটা পাঠিয়ে দেওয়া হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024