|
Date: 2024-05-30 16:17:49 |
কক্সবাজার শহরে সন্ধ্যাকালীন তীব্র যানজটের কারণে শহর থেকে কক্সবাজার রেল স্টেশনে সময়মত পৌছাতে না পারায় রাত ৮ টায় ঢাকাগামী `পর্যটক এক্সপ্রেস` মিস করে প্রায় ৪০-৫০ জন পর্যটক। এমনটায় জানা যায় কক্সবাজার আইকনিক রেল স্টেশন সূত্রে।
বৃহস্পতিবার(৩০ মে) কক্সবাজার শহরে তিন ঘন্টারও অধিক সময় ধরে তীব্র যানজট দেখা দেয়। সড়ক অব্যবস্থাপনায় এ যানজটের সৃষ্টি হয়। প্রায় ৩ ঘন্টারও অধিক সময়ের তীব্র যানজটের সৃষ্টি হয়।
জানা যায়, কলাতলী থেকে টার্মিনাল এবং ঘুনগাছতলা থেকে বাজারঘাটা হয়ে টার্মিনাল, দুপাশেই সড়ক যোগাযোগ প্রায় তিন ঘন্টারও অধিক সময় ধরে যান চলাচল স্বাভাবিক ছিলো না। শহরের অভ্যন্তরীন সড়কে বিভিন্ন রিক্সা, টমটম, ইজিবাইক ও সিএনজিতে থাকা কয়েক হাজার যাত্রী ও হাসপাতালগামী মুমূর্ষু রোগীদের দূর্ভোগ পোহাতে হয়। অপরিকল্পিত সড়ক ব্যবস্থাপনা ও অজ্ঞতার কারণে ট্রেন মিস করতে হলো ঢাকাগামী প্রায় ৪০-৫০ জন পর্যটকের।
শহরের কলাতলী মোড় থেকে উপজেলা পরিষদ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার পর্যন্ত এ যানজট রাত সাড়ে ৯ টার পর স্বাভাবিক হয়।
© Deshchitro 2024