|
Date: 2024-05-31 06:30:20 |
তীব্র তাপপ্রবাহে ভারতের বিহার রাজ্যে অন্তত ১৯ জনের প্রাণ গেছে। সেখানে তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে।
রাজ্যের আওরঙ্গবাদে অন্তত ১২ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে একজন এএসআই ও নির্বাচনি দায়িত্বে নিয়োজিত একজন জওয়ানও রয়েছেন । বিহারে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর ।
বিহারের বক্সারের বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার উত্তরপ্রদেশের এক যুবকের মৃতদেহ পাওয়া যায় সিকরাউল থানা এলাকার রাস্তার পাশে। স্থানীয় লোকজন জানান, তীব্র রোদের কারণে তার মৃত্যু হয়েছে। শরীরের কোথাও কোনও আঘাতের চিহ্ন ছিল না।গভীর রাতে বক্সারের নবনগর থানা এলাকায় এক বিএমপি জওয়ানের মৃত্যু হয়।
বক্সারের পুলিশ সুপার মণীশ কুমার বলেন, বিএমপি সৈনিক গোর্খা রেজিমেন্টে পোস্ট করা হয়েছিল । ফ্ল্যাগমার্চের সময় তার স্বাস্থ্যের অবনতি হয়। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
বৃহস্পতিবার ইটাদি পিএইচসির এক কর্মচারীকে সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ।
রোহতাসেও ইন্সপেক্টর-সহ তিনজনের মৃত্যু হয়েছে। রোহতাসের দেহরিতে পুলিশ লাইনে নিযুক্ত ইন্সপেক্টর দেবনাথ রাম হিটস্ট্রোকে মারা গিয়েছেন। তিনি ভোজপুরের বিহিয়ানের বাসিন্দা ছিলেন ।
এছাড়া করঘর বাধড়ি বাজারেও গরমে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে ।
এছাড়া সাসারাম সিটি থানার কালীস্থানের কাছে তাপপ্রবাহে এক মহিলারও মৃত্যু হয়েছে ।
ভোজপুরে প্রচণ্ড গরমে তিনজনের মৃত্যু হয়েছে । গজরাজগঞ্জ, বাধরা ও জগদীশপুরে তাপপ্রবাহে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে । মৃতদের নাম চন্দ্রম গিরি (৮০), গুপ্ত নাথ শর্মা (৬০) ও কেশব প্রসাদ সিং (৩০) ৷
নালন্দায় গত ২৪ ঘণ্টায় গরমে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বিজয় কুমার সিনহা ওরফে সুরেন্দ্র প্রসাদ নামে এক শিক্ষক, একজন হোম গার্ড জওয়ান ও একজন কৃষক রয়েছেন।
মৃত হোমগার্ড জওয়ানের নাম রমেশ প্রসাদ (৫৪) ৷ ইসলামপুর ব্লকের মোহন চক গ্রামের বাসিন্দা বিজয় কুমার সিনহা থারথারি মিডল স্কুলে চাকরি করতেন। স্কুলেই তিনি অসুস্থ হয়ে পড়েন ৷ পরে হাসপাতালে তার মৃত্যু হয় ৷
পশ্চিম চম্পারণেও তাপপ্রবাহ দেখা গিয়েছে। এখানে দু’জন মারা গিয়েছেন। চাপাতিয়া থানা এলাকার মহানকুলিতে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রামনগরের মাজরা গ্রামে হিটস্ট্রোকে মৃত্যু হয় ১৬ বছরের গোলুর।
গোপালগঞ্জে হিট স্ট্রোকে নেপালগামী এক পর্যটকের মৃত্যু হয়েছে। মৃত সোমনাথ আগ্রে (৬০) মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা।
অরুণাচল থেকে আরওয়ালে নির্বাচনি দায়িত্ব পালন করতে আসা নিক্কু আহুজা নামে এক জওয়ানের মৃত্যু হয়েছে ৷
শেখপুরায় হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে অঙ্গনওয়াড়ি সহকারীর।
বেগুসরাইয়ে হিটস্ট্রোকে প্রাণ হারিয়েছেন এক কৃষক। সূত্র: ইটিভি ভারত
© Deshchitro 2024