এতদ্ধরা জনসাধরনকে জানানো যাচ্ছে য়ে, উপরোক্ত ছবির এই ব্যাক্তির নাম হিরু বড়ুয়া(৩৯), পিতা জগবন্ধু বড়ুয়া। সাং- রুমখাঁ মহাজন পাড়া, মরিচ্যা- ডাকঘর ৪৭৫০, উপজেলা  উখিয়া, জেলা কক্সবাজার। সে ইয়াবা ও অস্ত্র মামলার ১ নং আসামী, যার উখিয়া থানা মামলা নং-২১, তারিখ ০৫/০৫/২০২২ ইং এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালত এর জেনারেল রেজিস্ট্রার ( জি, আর) মামলা নং ২৪৫/২০২২ ইং,(উখিয়া) ২০১৮ ইং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ধারা মতে ৩৬ (১) এর ১০ (গ)/৪১ ধারা মতে অভিযুক্ত। বর্তমানে সে পলাতক। কোন সচেতন ব্যক্তি উপরোক্ত ছবির হিরু বড়ুয়া'কে দেখে থাকলে অথবা তার অবস্থান সম্পর্ক অবগত থাকলে নিকটস্ত থানায় যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হল। যোগাযোগঃ +৮৮০১৮৩৭১৯১০১৯।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024