|
Date: 2022-10-31 14:50:27 |
মেহেরপুরের মুজিবনগরে ১০ কাঠা জমির কলা কেটে তসরুপ করেছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাতে মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের পাকুড়তলার মাঠে এ ঘটনা ঘটে। কলা চাষী শরীয়তুল্লাহ জানান, আমি অন্যের জমিতে জন খেটে ১৫ হাজার টাকা দিয়ে এই ১০ কাঠা জমি লিজ নিই এবং সেখানে কলা চাষ করি। এই কলা বাগানে আমার ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ হয়েছে ।
আমার কলা বাগান পরিপূর্ণ হয়ে গেছে এবং আমার কলা বাগানের ১৫০ টি কান্দি ৪০০শো টাকা দরে বিক্রির উদ্দেশ্যে বায়না নিয়েছি। দুই এক দিনের মধ্যে কলার কান্দি কেটে নেয়ার কথা। কিন্তু হঠাৎ সকালে এসে দেখি কে বা কারা আমার কলার কান্দি রাতের অন্ধকারে কেটে তসরুপাত করেছে। আমার শেষ সম্বল টুকু তারা রাতের অন্ধকারে এভাবে কেড়ে নিলো বলে কান্নায় ভেঙ্গে পড়েন। সেই সাথে তিনি দোষীদের খুঁজে দৃষ্টান্ত শাস্তির দাবি করেন।
এ বিষয়ে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বলেন, বিষয়টি শুনেছি, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© Deshchitro 2024