রোহিঙ্গাদের হামলায় ক্যাম্পে আইনশৃঙ্খলায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন)

এর এক সদস্য আহত হয়েছেন।

৩১ মে (শুক্রবার) সন্ধ্যায় উখিয়ার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা’স্থ ১৬ নং রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে এই ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্য কনস্টেবল হিসেবে ৮ আর্মড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন) এ কর্মরত।

জানা গেছে, পেশাগত দায়িত্ব পালনের সময় ব্লকরেইড (বিশেষ অভিযান) চলাকালে পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে হঠাৎ হামলা চালিয়ে পালিয়ে যায় রোহিঙ্গা দুর্বৃত্তরা।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ৮ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর।

তিনি জানান, আহত পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ব্যারাকে রাখা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024