স্বপ্ন দেখো-জীবন গড়ো-এই শ্লোগানে এবারও সারাদেশে অর্থাৎ দেশের ৬৪ জেলাতে প্রথম আলোর আয়োজনে ২০২৪ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা উৎসব শুরু হচ্ছে। শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’ এর পৃষ্ঠপোষকতায় এবারের এ সংবর্ধনা শুরু হচ্ছে কক্সবাজারের জিপিএ-৫ প্রাপ্তদের দিয়েই।

আগামী ২৫ জুন-মঙ্গলবার শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বায়তুশশরফ জব্বারিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ উৎসব অনুষ্ঠিত হবে।

এবার কক্সবাজার জেলা থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৭৫৭ জন। এর মধ্যে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩০১ জন। সংবর্ধনায় অংশ নিতে হলে কৃতীদের অবশ্যই অনলাইন নিবন্ধন করতে হবে। অনলাইন নিবন্ধন ইতিমধ্যে শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৩০০ জন নিবন্ধন সম্পন্ন করেছেন।

প্রথম আলোর কক্সবাজার অফিস প্রধান আব্দুল কুদ্দুস রানা বলেন, কক্সবাজার থেকেই যেহেতু সংবর্ধনা উৎসব শুরু, সেহেতু কক্সবাজারের সকল জিপিএ-৫ প্রাপ্তদের নিবন্ধনও আগেভাগে হওয়া চাই। সবাই মিলে আমরা ভালো ফলাফল উদযাপন করতে চাই। যেহেতু কৃতী শিক্ষার্থীদের অর্জনে, আমরা গর্বিত।

জিপিএ-৫ সংবর্ধনা সফল ও সুন্দরভাবে সম্পন্ন করতে মাঠে নেমেছে প্রথম আলো বন্ধুসভার বিশাল কর্মীবাহিনী। সংবর্ধনার দিন সকালে সবার হাতে হাতে খাবার, উপহারসামগ্রীর সঙ্গে ক্রেস্ট-সার্টিফিকেটও তুলে দেবেন বন্ধুসভার সদস্যরা।শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্বও তাদের হাতে । উৎসবে চলবে প্রিয় শিক্ষক-কৃতী শিক্ষার্থীদের স্মৃতিচারণ-কথামালা, অতিথি শিল্পী ও কৃতী শিক্ষার্থীদের পরিবেশনায় গান-নৃত্য-আবৃত্তি-সাংস্কৃতিক অনুষ্টানও।

নিবন্ধন করতে ভিজিট করো-

https://www.gpa5reception.com/

বিস্তারিত জানতে হলে

#prothomalo

#ShikhoBangladesh

#GPA5Celebration

জরুরি প্রয়োজনেঃ

আব্দুল কুদ্দুস রানা-০১৭১৩-১০৩৮৭৬

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024