কক্সবাজারের কুতুবদিয়ায়  জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করা হয়েছে । শনিবার ১ জুন সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা নাদিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইন এর উদ্ধোধন করেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ব্যারিস্টার হানিফ বিন কাশেম।এসময় উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেন, থানার তদন্ত ওসি কায়সার হামিদ প্রমুখ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। 

 উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা নাদিম বলেন, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনব্যাপী উপজেলা ৬টি ইউনিয়নে ১৪৫টি ক্যাম্পে ৬ থেকে ১১ মাস ২,৮৬৪ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী মোট ২৭,৫০২ জন মোট ৩০,৩৬৬ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।৬-১১মাস বয়সী শিশুকে নীল রঙের ক্যাপুসল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ক্যাপুসল খাওয়ানো হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024