পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া রংপুর বিভাগের ৭টি জেলার শিক্ষার্থীদের সম্মলিত প্রচেষ্টায় আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে টুর্নামেন্টির সকল খেলা অনুষ্ঠিত হবে।


আজ ৩১ অক্টোবর ২০২২ সোমবার আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট এর উদ্ধোধন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাননীয় উপ- উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তাফা কামাল খান।



উদ্ধোধনীয়  ম্যাচ বেলা ১১ঃ৩০ মিনিটে রংপুর জেলা বনাম দিনাজপুর জেলা মুখোমুখি হয়। উক্ত ম্যাচে ২-২ গোলে ড্র হলে, ট্রাই ব্রেকারে রংপুর জেলা জয়লাভ করে। 

দ্বিতীয়  ম্যাচে গাইবান্ধা জেলা বনাম লালমনিরহাট জেলা মুখোমুখি হয়, সেই ম্যাচে গাইবান্ধা জেলা ৪-০ গোলে বিশাল জয় লাভ করে।

তৃতীয় ম্যাচে কুড়িগ্রাম বনাম নীলফামারী মুখোমুখি হয়, নীলফামারী জেলা ১-০ গোলে জয়লাভ করে।আগামীকাল  আরো চারটি ম্যাচ  অনুষ্ঠিত হবে। 


উল্লেখ্য, আগামী ৫ই নভেম্বর রংপুর বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024