|
Date: 2024-06-01 12:39:41 |
শনিবার (১ জুন) দুপুরের দিকে তাড়াশ পৌরসভার কোহিত গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইয়াফি (৮) ও ইশা (৬) পরস্পর দুই বোন। তারা কোহিত গ্রামের হযয়ত আলীর মেয়ে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাদের দাদা কাউন্সিলর রব্বেল আলী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, কহিত গ্রামের হযয়ত আলীর মেয়ে ইয়াফি ও ইশা গোসল করার জন্য বাড়ির পাশে থাকা পুকুরে নামে। অনেক সময় বাড়িতে না আসায় তা মা তাদের খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে তাদের ভাসতে দেখেন। সেখান থেকে দুই মেয়েকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় স্থানীয় এমপি আব্দুল আজিজ শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে ঘটনা স্থলে রয়েছেন।
তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে চিকিৎসক সিরাজুম মুনিরা জানান, হাসপাতাল নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।
© Deshchitro 2024