|
Date: 2022-10-31 16:47:16 |
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে জাসদের ৫০বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রাম ইপিজেড মোড়ে বেলুন উঠানো , আলোচনা সভা এবং মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে।
৩১ অক্টোবর সোমবার বিকালে আয়োজিত এ সভায় প্রধান বক্তার হিসাবে বক্তব্যকালে জাসদ কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম নগর সাধারণ সম্পাদক, ব্যাংকার জসিম উদ্দিন বাবুল বলেন - সরকার দীর্ঘদিন ক্ষমতায় থেকে দেশের সর্বস্তরে দূর্নীতি-লুটপাট , বিদ্যুতের অতিমাত্রা লোডসেটিং,নিত্যভোগ্যপণ্য- (চাল-ডাল,তেল-চিনি,শাক-সবজি,মাছ-মাংশ) সহ দ্রব্যমূল্যের লাগামহীন দাম বাড়িয়ে জনগণের স্বাভাবিক জীবন-যাপন কে অনেকটাই দূর্ভীষ করে তুলেছে।
জাসদ প্রতিষ্ঠা হবার পর থেকে দেশের সকল অন্যায়-অত্যাচার, জুলুম,দূর্নীতি-লুটপাট অনিয়মের বিরুদ্ধে সোচ্ছার ভূমিকা পালন করেছে। সরকারের মন্ত্রী-এমপিদের মুখের কথায় মানুষ আর বিশ্বাস রাখতে পারছে না। শ্রমজীবিদের যথাযত পারিশ্রমিক না দিয়ে নিত্যপণ্যর দাম পাগলা ঘোড়ার মতো বৃদ্ধি করে চরম শোষননীতিতে উপনীত হয়েছে বর্তমান সরকার ব্যবস্থা। তাই স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী বাংলাদেশের মানুষের মরণ মরন্তীতে এসে পৌছেছে।
এর আগে বিকেলে রং বেরংরে ৫০টি বেলুন উড়িয়ে সূবর্ণ জয়ন্তীর কর্মসূচি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রামের প্রবীন সাংবাদিক-লেখক ওকলামিষ্ট মোঃ নাছির উদ্দিন চৌধুরী। বন্দর থানা জাসদের সভাপতি মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাসদের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম নগর সাঃসম্পাদক, সাবেক ব্যাংকার জসিম উদ্দিন বাবুল, আরো বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রিয় জাসদের সদস্য এ.কে.এম বেলায়েত হোসেন, দঃ জেলার জাসদের সাঃসম্পাদক মোহাম্মদ হোসেন,ইপিজেড শ্রমিক জোটের সভাপতি বাবু বোধি পাল বড়ুয়া,নগর জাসদ সহ-সভাপতি মোঃ ইদ্রিস,পতেঙ্গা থানা জাসদ নেতা মোঃ সোলাইমান,বন্দর থানা জাসদের সাঃসম্পাদক মোঃ হারুন,ইপিজেড জাসদের সাঃসম্পাদক মোঃআবুল কালাম, জাতীয় যুব জোট নেতা মোঃ জাহিদুল ইসলাম রুবেল,বীর মুক্তিযোদ্ধা সন্তান ও জাসদ ৩৮নং ওয়ার্ড নেতা মোঃ শহিদুল ইসলাম শহীদ প্রমুখ নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে অতিমাত্রা লোডসেটিং,নিত্যভোগ্যপণ্য সহ দ্রব্যমূল্যের লাগামহীনের প্রতিবাদে ইপিজেড মোড় থেকে এক বিশাল মশাল মিছিল ভিআইপি সড়ক প্রদক্ষিণ করে ব্যারিস্টার কলেজ মোড়ে গিয়ে শেষ হয়।
© Deshchitro 2024