|
Date: 2024-06-02 09:00:50 |
কক্সবাজারে রোহিঙ্গাদের নিয়ে কাজ করা জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও বিদেশি এনজিও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন এপিবিএন প্রধান সেলিম মো. জাহাঙ্গীর।
শনিবার (১ জুন) দুপুরে কক্সবাজারের সৈকত সংলগ্ন ট্যুরিস্ট পুলিশের কনফারেন্স রুমেকয়েক ঘণ্টাব্যাপী চলে এই মতবিনিময় সভা।
আরও পড়ুন :: আর্মড পুলিশের প্রধানের দায়িত্বে সেলিম মো. জাহাঙ্গীর
বৈঠকে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও বিদেশি এনজিও সংস্থার কর্মকর্তারা রোহিঙ্গা ক্যাম্পের বর্তমান অবস্থা, সমস্যা ও চ্যালেঞ্জসমূহ এপিবিএন প্রধানের নিকট তুলে ধরেন। এছাড়াও রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এপিবিএন সদস্যদের কার্যক্রমের প্রশংসা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
পরে এপিবিএন প্রধান সেলিম মো. জাহাঙ্গীর বলেন, রোহিঙ্গা ক্যাম্পের শান্তিশৃঙ্খলা বজায় রাখা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে এপিবিএন সদস্যরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। ক্যাম্পের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর এপিবিএন। তবে রোহিঙ্গা ক্যাম্পের শান্তিশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য সবার সহযোগিতা প্রয়োজন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ডিআইজি (এফডিএমএন) মোহাম্মদ আবদুল্লাহীল বাকী, ৮ এপিবিএনের অধিনায়ক মো. আমির জাফর, ১৪ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ ইকবাল, ১৬ এপিবিএনের অধিনায়ক মো. হাসান বারী ও কক্সবাজারের পুলিশ মো. মাহফুজুল ইসলাম।
© Deshchitro 2024