|
Date: 2024-06-02 11:29:09 |
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বন্ধ থাকা শালুয়াভিটা হাট/বাজার চালুর জন্য ২০ গ্রামের মানুষ প্রশাসনের নিকট দাবি জানিয়েছেন।
এই হাটটি বন্ধ থাকায় খেটে খাওয়া মানুষ কষ্টে জীবন যাপন করছেন। পরিবার নিয়ে কষ্টের মধ্যে তাদের চলতে হচ্ছে। অনেক মানুষের জীবন যাপন এখন হুমকির মুখে। এছাড়াও ক্রেতাদের দূর দুরন্ত গিয়ে তাদেরকে হাট-বাজার করতে হচ্ছে। তাই প্রশাসনের নিকট তারা দাবি জানিয়েছেন পুনরায় যেন হাটটি চালু করে দেওয়া হয়।
বিগত ১৮ বছর যাবৎ ২ টি হাট বসে আসছে। এই হাটটি উপলক্ষে শুক্রবার দৈনন্দিন বাজার ও মঙ্গলবার পশু সহ কৃষিজাত পন্য সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনা - বেচার হাট। হাটটি শহর সংলগ্ন হওয়ায় আশেপাশের ৪ টি ইউনিয়নের অন্তত ২০ টি গ্রামের মানুষের সবচেয়ে কাছের হওয়া ছাড়াও নায্য মূল্যে কোরবানী পশু ক্রয় বিক্রয়ের নির্ভরযোগ্যতা অর্জন করায় হাটটি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। এছাড়া হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হত। সরকার প্রতি বছর ইজারা মূল্য ভ্যাট ও আয়কর সহ প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকা রাজস্ব আদায় হয়। ১৪৩০ সালের ইজারাদার ও সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার সাথে হাট সংস্কার নিয়ে দ্বন্দের কারণে বাংলা ১৪৩১ সালের ইজারা দরপত্র আহব্বান করার পরও অনিবার্য কারণ দেখিয়ে স্থগিত করা হয়। এ জন্য চলতি বাংলা ১৪৩১ সালের ১ লা বৈশাখ হতে শালুয়াভিটা হাট বাজার বন্ধ রয়েছে। আগামী ১৭ জুন ধর্মীয়ও উৎসব পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী ৪ জুন মঙ্গলবার ৭ জুন শুক্রবার ১১ জুন মগলবার ও ১৪ জুন শুক্রবার মোট ৪ টি বিশেষ পশু হাট বসানোর জন্য শালুয়াভিটা এলাকায় অস্থায়ী ভিওিতে ৪ টি হাটের জন্য ইজারা মূল্য ১২,০০০০০/ ( বার লাখ টাকা মাত্র, ভ্যাট ট্যাকস
রাজস্ব প্রদান সাপেক্ষ।
© Deshchitro 2024