|
Date: 2022-10-31 17:37:49 |
যশোরের অভয়নগর উপজেলায় ঐতিহ্যবাহী শিল্প নগরী নওয়াপাড়ার সবচেয়ে ব্যস্ততম স্থান হচ্ছে নূরবাগ মোড়। এখানে রয়েছে একটি রেলক্রসিং। এখান থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে যানবাহন চলাচল করে। এই পথ ধরে সরকারি হাসপাতাল, ক্লিনিক, স্কুল, রেলস্টেশন, গরুর হাট সহ বিভিন্ন স্যবসা প্রতিষ্ঠান রয়েছে যার কারণে বহু দূর দূরান্ত থেকে লোকজন এই রাস্তা দিয়ে চলাচল করে কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো রাস্তা দিয়ে চলাচল করার মতো পরিবেশ নাই। অত্যান্ত কষ্ট করে স্যবসায়ী, স্কুল কলেজের ছাত্র /ছাত্রী, মুমূর্ষ রোগী ,ভ্যান রিকশা, সাইকেল, মোটরসাইকেল অবিরাম ভাবে চলছে। চলন্ত যানবাহন বন্ধ হয়ে যাচ্ছে। একটি গাড়ির সঙ্গে আরেকটি গাড়ি ধাক্কা লাগছে। হাসপাতালে যাওয়ার সময় অনেক ডেলিভারি রোগীর ভোগান্তি পোহাতে হচ্ছে। রাস্তাটির যে বেহাল দশা যেন দেখার কেউ নেই। এই সমস্যার সমাধান কবে হবে কেউ বলতে পারে না। যেকোন মূহুর্তে ঘটে যেতে পারে অঘটন। জনগণ, সমস্যাটিির দ্রুতো সমাধানের দাবি করেছেন।
© Deshchitro 2024