|
Date: 2024-06-03 04:50:55 |
সাতক্ষীরার পাটকেলঘাটায় বাইগুনি নামক স্থানে ভ্যান ও মটরসাইকেল মুখোমুখী সংঘর্ষে ৬জন আহত হয়েছে।
১লা জুন আনুমানিক সোমবার রাত সাড়ে ১০টায় সাতক্ষীরা যাওয়ার পথে হঠাৎ সাতক্ষীরা থেকে আসা মটর সাইকেল ভ্যানের সাথে মুখেমুখী সংঘর্ষ হয়। এতে আহত হয়েছেন পাটকেলঘাটা থানার নোয়াকাঠি গ্রামে মোকাম সরদারের পুত্র মিন্টু সরদার (৩৩), ফারুক হোসেন (৩২),একই গ্রামের মৃত:মুজিবার সরদারে পুত্র ইউনুস আলী(৩০), আমির সরদারের পুত্র হাফিজ(৩৫) আজিজ সরদারের পুত্র ভ্যান চালক রুহুল আমিন (৩০) মোকাম আলীর স্ত্রী রকি( ২৯) এ জনে গুরুত্ব আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানান ভুক্তভোগী পরিবার।
© Deshchitro 2024