|
Date: 2024-06-03 09:47:12 |
কক্সবাজারের উখিয়ায় জমি দখলের জেরে আপন চাচাকে কুপিয়ে রক্তাক্ত করেছে ভাতিজারা, এ ঘটনায় আহত হয়েছে আরো তিন জন।
রোববার (২ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ কাশিয়ার বিলের শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য মৃত দেলোয়ার হোসেনের বড় পুত্র সিরাজুল কবির ও ছোট পুত্র সৈয়দ আলমের দুই পরিবারের মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিলো।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় জানা গেছে, সৈয়দ আলম কে নিজের বসতভিটা থেকে উচ্ছেদ করতে সিরাজুল কবিরের ইন্ধনে তাঁর তিন পুত্র রেজাউল করিম মিন্টু, এনামুল কবির টিপু ও হেলাল উদ্দিন সহ ৬/৭ জনের একটি দল অতর্কিত অবস্থায় হামলা চালায়।
হামলার একপর্যায়ে ভাতিজাদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন সৈয়দ আলম, পরে তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
এসময় আহত অন্যরা হলেন, সৈয়দ আলমের স্ত্রী রেহেনা বেগম, দুই পুত্র জাবেদুল হোসাইন জিশান ও মুজিবুর রহমান।
সৈয়দ আলমের পুত্র মুজিবুর রহমান জানান, "সামাজিক বিচারের মাধ্যমে সম্পত্তি সমবন্টন হলেও আমাদের অংশ দখলে নিতে বারবার হামলা চালাচ্ছে চাচা ও তার সন্তানেরা। আমরা জীবন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।”
এঘটনা সৈয়দ আলম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করার পাশাপাশি ৫/৬ জন কে অজ্ঞাত আসামী করে উখিয়া থানায় এজাহার দায়ের করেছেন।
অভিযুক্ত সিরাজুল কবিরের বড় পুত্র রেজাউল করিম মিন্টুর মুঠোফোনে বারবার কল করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।
অভিযোগের সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসাইন জানিয়েছেন, তদন্ত সাপেক্ষে বিষয়টির ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
© Deshchitro 2024