জামালপুরের ইসলামপুর উপজেলায় গ্রাম সামাজিক শক্তি কমিটির মাধ্যমে কমিউনিটিতে পলিথিন বর্জন অভিযান-২০২৪ শীর্ষক এক আলোচনা সভা ও পথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (৩ জুন) বিকেলে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের আগুনেরচর গ্রামে পলিথিন বর্জনে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে 

'আসুন সবাই পলিথিন বর্জন করি; পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখি' স্লোগানের ব্যানারে ওই আলোচনা সভা ও পথযাত্রা অনুষ্ঠিত হয়। 


ব্র্যাক আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন (ইউপিজি) প্রোগ্রামের নাপিতেরচর বাজার শাখার আয়োজনে আগুনেরচর গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি দুলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ইউপিজি প্রোগ্রামের নাপিতেরচর বাজার শাখার ম্যানেজার দিলরুবা খান, পিও তোফাজ্জল হোসেন, স্থানীয় দি মর্ডান কিন্ডারগার্টেন অ্যান্ড স্টাডি কেয়ারের সহকারী শিক্ষক উজ্জ্বল মিয়া এবং ইউনুস মিয়া।


বক্তারা বলেন, 'পলিথিন এমন একটি পণ্য, যা মাটির সঙ্গে মিশতে আনুমানিক দেড় হাজার বছর সময় লাগে। পরিবেশদূষণের কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি হলো পলিথিনের যথেচ্ছ ব্যবহার। পলিথিন তৈরিতে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহৃত হয়, যা পরিবেশ সুরক্ষায় মোটেও উপযোগী নয়। পলিথিনের অবাধ ব্যবহার বিশ্বব্যাপী একটি সমস্যা। পলিথিন অপচনশীল পদার্থ হওয়ায় এর পরিত্যক্ত অংশ মাটির অভ্যন্তরে ঢুকে মাটির উর্বরতা হ্রাস ও মাটিতে থাকা অণুজীবগুলোর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত করে। পলিথিন শুধু মাটির গুণাগুণ নষ্ট করছে তা-ই নয় বরং বিপন্ন করে তুলছে আমাদের প্রকৃতি ও পরিবেশকেও। সুতরাং 

পলিথিন ব্যবহার বন্ধ করতে হবে। 


পরে একটি র‌্যালি বের হয়ে এলাকা পদক্ষিণ করে আয়োজকেরা। এতে স্থানীয গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শিক্ষার্থীরা অংশ নেন।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024