|
Date: 2024-06-03 15:57:10 |
মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরা দেবহাটায় মেয়াদোর্ত্তীর্ণ ঔষধ মজুদ ও বিক্রির অপরাধে আল-মামুন (৫০) নামের এক ফার্মেসী মালিককে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। তিনি উপজেলা সদরের শহিদুল্যাহর ছেলে এবং অনিক ফার্মেসীর মালিক। সোমবার (৩ জুন) সন্ধ্যায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান ওই ফার্মেসীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন।
অভিযান শেষে ইউএনও মোঃ আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে উপজেলা সদরের অনিক ফামের্সীতে মেয়াদোর্ত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ বিক্রি করে আসছিলেন ফার্মেসী মালিক আল-মামুন। সম্প্রতি তার ফার্মেসীর মেয়াদোর্ত্তীর্ণ ঔষধ সেবন করে এক ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত আছেন। ওই ভুক্তভোগীর দেয়া অভিযোগে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে তাৎক্ষনিক সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করে অন্তত ২ হাজার পিস মেয়াদোর্ত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়। পাশাপাশি এ অপরাধের দায়ে অভিযুক্ত ফার্মেসী মালিক আল-মামুনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
© Deshchitro 2024