তোমাকে ভালোবেসেছি..

ভালোবাসতে বাসতে কাছেও এসেছি

কাছে আসতে আসতে যখন

খুব কাছে এলাম

তখন তুমি বুঝিয়ে দিলে

আমি আসলে ভুল মানুষকে ভালোবেসেছি!


নিরবে আমি অনেক কিছুই সয়ে যাই!

হয়তো আরো অনেক কিছুই সইতে হবে...

তবুও দেখ তুমি কাছে এসেও

কখনো বুঝে উঠতে পারলে না

আমি কতটা অভিমান নিয়ে বেঁচে আছি!


পাথর বেয়ে জল সরে গেলেও

বুকের ভেতর দখলে নিয়েছে পাথার,

পাথরে পাথরে মৃদু কোন শব্দ নেই,

আছে বুকফাটা আর্তনাদ!


ফিরে আসি, বারাবরই ফিরে আসি

ফিরে এসেও ফেরাতে পারি না 

আমাদের গেছে যে সময়!

বোঝাতে পারি না যে,আমার সর্বনাশ হয়ে গেছে!

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024