মোঃমেশকাত হোসেন 

আক্কেলপুর উপজেলা প্রতিনিধিঃ

স্কাউট আন্দোলনের মাধ্যমে মানব কল্যাণে আত্মনিবেদন করে বন্য, জলোচ্ছ্বাস, ঝড়বাদল, আপদকালীন উদ্ধার, ত্রাণসামগ্রী সংগ্রহ ও বিতরণ ইত্যাদি কাজে অবদান রাখায় সাহসী ও গৌরবময় সেবার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটসের ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড পেলেন জয়পুরহাট জেলা রোভার সদস্য মোঃ সাল্লিম মন্ডল রাজন। 

রবিবার (২ জুন) বাংলাদেশ স্কাউটস কর্তৃক প্রকাশিত অ্যাওয়ার্ড-২০২২ তালিকায় ৬৪ জেলার ২২১ জন এর মধ্যে বাংলাদেশ স্কাউটস,জয়পুরহাট জেলা রোভার থেকে ৫জন রোভার এই অ্যাওয়ার্ড অর্জন করেন। 

এ সম্পর্কে জয়পুরহাট  জেলা রোভার সম্পাদক মোঃ মোরশেদ আলম লেবু, মোঃসাল্লিম মন্ডল রাজন সহ বাঁকি ৪ জনেক অভিনন্দন সহ সকলের জন্য শুভ কামনা জানিয়েছেন।

রাজন বলেন "আমার স্কাউটিং প্রাপ্তির তালিকায় আজকে অনেক বড় একটি অর্জন যুক্ত হলো। এই অর্জনের ফলে সামনের দিনে মানবসেবার জন্য কাজ করতে শক্তি ও উৎসাহ জোগাড় করবে। আমি বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চল, জয়পুরহাট জেলা রোভার এবং আমার আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ এর সকল কর্তাব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

মোঃসাল্লিম মন্ডল রাজন বর্তমানে বাংলাদেশ স্কাউটস,জয়পুরহাট জেলার আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট হিসেবে দায়িত্ব পালন করছেন।

আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপে এই প্রথম ন্যাশনাল সার্ভিস আওয়ার্ড অর্জন করে সিনিয়র রোভার মেট মোঃ সাল্লিম মন্ডল রাজন কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024