মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

মাননীয় মুক্তিযোদ্ধমন্ত্রী কর্তৃক সম্মানি ভাতা বৃদ্ধির ফাইল অর্থমন্ত্রী কর্তৃক ফেরত দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

৪ঠা জুন মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সদর মুক্তিযোদ্ধ সংসদের আয়োজনে জেলার সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধগন উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের সভাপতিত্বে ও প্রাক্তন সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মশু, প্রাক্তন থানা কমান্ডার শফিক আহমেদ, প্রাক্তন সহকারী কমান্ডার কামরুজ্জামান বাবু প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের উদ্ধগতিতে এত অল্প টাকায় আমাদের পরিবার পরিজন নিয়ে সংসার চালানো কষ্ট সাধ্য হয়ে পড়েছে।

অথচ মুক্তিযোদ্ধমন্ত্রী কর্তৃক সম্মানি ভাতা বৃদ্ধির ফাইল অর্থমন্ত্রী কর্তৃক ফেরত দেওয়া হয়েছে। যা খুবই দু:খজনক। এমময় বক্তারা সরকারের কাছে তাদের বেতন ভাতা বৃদ্ধির জোর দাবি জানান।

পরে একই দাবিতে সাতক্ষীরা প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024