|
Date: 2024-06-04 13:03:08 |
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় অপর কাভার্ডভ্যানের চালক ও তার সহযোগী নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ লোকমান হোসেন।
৪ জুন মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার ছুপুয়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাভার্ডভ্যান চালক মো. সাগর এবং তার সহযোগী বেলাল হোসেন। তাদের উভয়ের বাড়ি কুড়িগ্রাম জেলায়।
ওসি জানান, হঠাৎ মহাসড়কের মাঝখানে কাভার্ডভ্যানটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। পরে ইঞ্জিন চালু করার জন্য পেছন থেকে অপর একটি কাভার্ডভ্যান দিয়ে ধাক্কা দেয়। একপর্যায়ে ইঞ্জিন চালু হয়ে সামনে থাকা আরেকটি গাড়ির পেছনে গিয়ে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই চালক ও তার সহযোগী নিহত হয়।
ওসি আরও জানান, এ ঘটনার পর পেছন থেকে ধাক্কা দেয়া কাভার্ডভ্যানটি ফেলে চালক ও সহযোগী পালিয়ে যায়। আমরা দু'টি কাভার্ডভ্যান উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।
© Deshchitro 2024