|
Date: 2022-11-01 05:40:54 |
কোতোয়ালী মডেল থানায় গত এক বছরে ৭৫০ টি মোবাইল উদ্ধার করে দেওয়া হয়েছে। মোবাইল উদ্ধার করে এএসআই আমীর হামজা নিজে সুনাম কুড়াচ্ছে ঠিক সুনাম বৃদ্ধি করছে জেলা পুলিশের।
এএসআই আমীর হামজা অবশ্যই পুলিশের শ্রেষ্ঠ পদক পদকের দাবীদার বলে মনে করে ময়মনসিংহবাসী। হারানো ফোন খুঁজে বের করার এই চ্যালেঞ্জ জয় করা তিনি দায়িত্ব বলে মনে করেন।
© Deshchitro 2024