এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও গভর্নিং বডির সভাপতি মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইকবাল হোসেন তালুকদার । বিদায় সংবর্ধনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি আনসার আলী, গভর্নিং বডির সদস্য আরশেদ আলম, ইতিহাস বিভাগের আশরাফ হোসেন, বাংলা বিভাগের হাফিজুর রহমান, জীব বিজ্ঞান বিভাগের তোফাজ্জল হোসেন।
ইংরেজী বিভাগের মনিরুজ্জামানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য হাবিল উদ্দিন, রফিকুল ইসলাম বাবলু, অধ্যাপক মন্ডলী, সুধীজন ও শিক্ষার্থী বৃন্দ।
উল্লেখ্য অধ্যাপক আলহাজ্ব আব্দুল আজিজ অধ্যাপনার পাশাপাশি সাংবাদিককতায় বিশেষ অবদান রেখেছেন। তিনি সাপ্তাহিক আলোকিত মধুপুর পত্রিকার সম্পাদক ও মধুপুর প্রেসক্লাবের একাধিক বার নির্বাচিত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও সেচ্ছাসেবী সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন।