|
Date: 2024-06-04 18:09:17 |
কালিগঞ্জের বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে পিটিএ কমিটির সভা অনুষ্ঠিত।
জাতীয় শিক্ষাক্রম-২০২৩ যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে এবং ম্যানেজিং কমিটিকে সার্বিক সহযোগিতার জন্য বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক শিক্ষক সমিতি (পিটিএ) কমিটির সাধারণ সভা মঙ্গলবার (৪জুন) সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালরয়ে পিটিএ'র সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে এবং পিটিএ'র সাধারণ সম্পাদক শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান।
এ সময় পিটিএ কমিটির সহসভাপতি হাবিবুর রহমান, অভিভাবক সদস্য শংকর সাহা, শাহানারা পারভীন, মিনারে পারভীন, মোছা: সাহানারা, আনজুয়ারা খাতুন, নিমাই সরকার, ফিরোজ খান, শিক্ষক প্রতিনিধি শংকরী ঘোষ, আব্দুর রহমান ও হযরত আলী উপস্থিত ছিলেন।
সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আর্থিক তহবিল গঠনসহ ষান্মাসিক পরীক্ষার প্রস্ততি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
© Deshchitro 2024