|
Date: 2022-11-01 08:47:36 |
অজ্ঞান অবস্থায় রাস্তায় বিষ খায়ে পড়ে থাকায় একজন ব্যাক্তি সনাক্ত করা হয়। ময়মনসিংহ রেলওয়ে সাথে একটা বাজারের নাম লেংগারা বাজারে তাকে পাওয়া যায় তার পরে সে ব্যাক্তি তাকে চরপাড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন ওনার বয়স ২২ বছর। ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের ২৭ নং ওয়ার্ড এ তাক এ ভর্তি করা হয়।
© Deshchitro 2024