মির্জাপুরে সুষ্ঠ নির্বাচন হলেও ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম থাকায় প্রার্থীরা হতাশ

টাঙ্গাইলের মির্জাপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে আজ বুধবার  উপজেলায় ভোট কেন্দ্র ফাঁকা থাকায় হতাশায় পরেছেন প্রার্থীরা। আজ বুধবার (৫ জুন) দুপুর ২ টা পর্যন্ত পৌরসভার পুষ্টকামুরী আলহাজ শফিউদ্দিন মিঞা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন  কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটারদের খুবই কম উপস্থিতি। উপজেলার প্রায় কেন্দ্রের চিত্রে দেখা যায় যে  উপস্থিত ভোটার একদমই কম তবে জানা যায় যে নির্বাচন সুষ্ঠ ভাবে পালিত হচ্ছে ।

মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিন জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ২ জন এবং মহিলা  ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ ৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও প্রায়ত চার বারের এমপি এমপি বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেনের পুত্র ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত (আনারস) উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান এ এস এম মোজাহিদুল ইসলাম মনির (কাপ পিরিচ) এবং ইট ভাটা মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বিএনপির সাবেক নেতা ফিরোজ হায়দার খান (মোটর সাইকেল) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আজাহারুল ইসলাম আজাহার ( তালা চাবি) এবং মো. শওকত মিয়া (টিউবওয়েল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা আওয়ামীলীগ নেত্রী ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা (ফুটবল), জেলা মহিলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চাঁদ সুলতানা (হাঁস) কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগর সহ সভাপতি এবং বাংলাদেশ চলচিত্র শিল্পী সমিতির সিনিয়র সহ সভাপতি ডি এ তায়েবের স্ত্রী মাহবুবা শাহরীন (কলসি) প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন। জয়ের ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, ও এস এম মোজাহিদুল ইসলাম মনির এবং ফিরোজ হায়দার খান এই তিন প্রার্থীই শতভাগ আশা করছেন।

মির্জাপুর পৌরসভা এবং ১৪ ইউনিয়নে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে মির্জাপুর উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৬২ হাজার ৮৫১ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৮৩ হাজার ১১৩ জন এবং মহিলা ভোটার এক লাখ ৭৯ হাজার ৭৩২ জন তৃতীয় লিঙ্গ ভোটার ৬ জন। ভোট কেন্দ্র রয়েছে ১৪৪। ভোটারগন যাতে নির্বিগ্নে ভোট কেন্দ্রে ভোট দিতে যেতে পারেন সে জন্য পৌরসভা এবং ১৪ ইউনিয়নের ১৪৪ ভোট কেন্দ্রের জন্য ম্যাজিষ্ট্রেট, পুলিশ, র‌্যাব ও আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024