|
Date: 2022-11-01 08:54:47 |
গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নে খারুয়াবড়াইল গ্রামের নুর ইসলামের মেয়েকে (১২) ধর্ষন করে খরসু মিয়ার ছেলে (২৬) মিজান। ঘটনা থেকে জানা যায় মেয়ের মা পাড়ায় পাড়ায় সাহায্য নিয়ে চলে তাই মেয়ের মা বাড়িতে ছিলনা। বাবাও মানুষিক সমস্যায় ভুগছে। সেও মানুষের বাড়িতে কাজ করে। মিজান দুপুর ১২ টার দিকে নুর ইসলামের বাড়িতে যায়। মেয়েকে একা পেয়ে নির্মম ভাবে ধর্ষন করে। পরে মেয়ের মা এটা মেয়ের কাছ থেকে জানতে পরে সম্মানের ভয়ে কাউকে কিছু বলেনি। এভাবে প্রায় ৪৫ দিন চলে যায় মেয়ে দিন দিন শারিরীক ভাবে দুর্বল হয়ে পরে। এখন এলাকাবাসী সবাই জেনে যায়। এলাকাবাসী উপযুক্ত বিচার দাবি করছে।
© Deshchitro 2024