|
Date: 2024-06-05 07:02:35 |
৬ষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১১ জুন। দুপুর সাড়ে ১২ টায় চট্টগ্রাম প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের অডিটোরিয়াম এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। শপথবাক্য পাঠ করাবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম।
গত ৩ জুন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার অফিসের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বিতীয় ধাপে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের নাম, ঠিকানা সম্বলিত গেজেট প্রকাশ করা হয়েছে। নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ ১১ জুন অনুষ্ঠিত হবে। যার গেজেট প্রকাশিত হয়েছে ২৯ মে।
এতে কক্সবাজার জেলায় দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত নির্বাচনে ঈদগাঁও,চকরিয়া ও পেকুয়া উপজেলায় নবনির্বাচিত চেয়ারম্যান আবু তালেব, ফজলুল করিম সাঈদী ও শাফায়াত আজিজ রাজু শপথ গ্রহণ করবেন।
এছাড়াও তিন উপজেলার ভাইস চেয়ারম্যান, সংরক্ষিত ভাইস চেয়ারম্যানরাও একই সাথে শপথ নেবেন।
© Deshchitro 2024