চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা নির্বাচনে বিজয়ী প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করে সরকারী গেজেট তালিকাকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (৪ জুন) নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন প্রশাসন শাখা থেকে রিটার্নিং অফিসার মো. শহিদুল ইসলাম প্রামানিক স্বাক্ষরিত এ গেজেট প্রকাশ করা হয়।

গত ২৯ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে চন্দনাইশ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে বিজয়ী হয় আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ, ভাইস চেয়ারম্যান পদে মৌ. মো. সোলাইমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে খালেদা আক্তার চৌধুরী। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তাদের নাম তারিকাকারে নির্বাচন কমিশন গেজেট আকারে প্রকাশ করে। এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. রাকেবুজ্জামান (রেনু) বিষয়টি স্বীকার করে জানান, নির্বাচিত প্রার্থীদেরকে বিভাগীয় কমিশনারের নির্দেশনা মোতাবেক শপথ গ্রহণ শেষে চলতি পরিষদ বিলুপ্ত ঘোষনা করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ববার প্রদান করা হবে। উক্ত শপথ গ্রহণ গেজেটে প্রকাশিত হওয়ার ৩০ (ত্রিশ) দিনের মধ্যে শেষ করার জন্য নির্ধারিত কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবেন। তবে এইরূপ বর্ধিত মেয়াদ উল্লিখিত গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার তারিখ হইতে কোনক্রমেই নববই দিন অতিক্রম করতে পারবে না। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024