১১“আসুন সবাই পলিথিন বর্জন করি, পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখি“ এ শ্লোগানে। ব্র্যাক আলট্রা পুওর গ্র্যাজুয়েশন (ইউপিজি) প্রোগ্রাম গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে পলিথিন প্লাস্টিক ব্যবহার বর্জনের উপর রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় তারা বলেন, পলিথিন প্লাস্টিক বর্জন সচেতনতা মূলক প্রচার অভিযান পরিবেশ সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পলিথিন প্লাস্টিকের ব্যবহারের ফলে পরিবেশের ওপর যে ক্ষতিকর প্রভাব পড়ছে, তা কমাতে এবং সচেতনতা বাড়াতে এই ধরনের প্রচার অভিযান প্রয়োজন।

গতকাল সকাল ১০টায় বিভিন্ন গ্রামের সড়কে রেলি প্রদক্ষিণ করে এবং সচেতনামূলক প্রচার প্রচারণা করতে থাকে। শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টার এবং অন্যান্য স্থানে পলিথিন প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব নিয়ে সেমিনার কর্মশালার আয়োজনে গ্রাম সামাজিক মানুষের ভিতর সচেতন করতে পারলে এবং ভূমির রক্ষায় এগিয়ে আসলে ফসল ও উৎপাদন বৃদ্ধি পাবে।

বিকল্প পণ্য ব্যবহারে পলিথিন ব্যাগের পরিবর্তে কাপড় বা জুটের তৈরি ব্যাগ ব্যবহার করতে উৎসাহিত করা বায়োডিগ্রেডেবল এবং পরিবেশ বান্ধব পণ্য ব্যবহারের পরামর্শ দেওয়া।

এই উদ্যোগগুলোর মাধ্যমে পলিথিন প্লাস্টিক বর্জন করা এবং পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর প্রচারণার মাধ্যমে এই সমস্যার সমাধান করা যাবে।

আলোচনায় অংশগ্য়হণ করেন গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি মো. আনিছ, ব্র্যাক মাদারগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক জেসমিন নাহার স্থানীয় নেতৃবৃন্দ, পরিবেশ বিশেষজ্ঞ পরিবেশ সংরক্ষণ কর্মী এবং গ্রামের বিভিন্ন পেশাজীবীর প্রতিনিধি উপস্থিত ছিলেন

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024