"করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা" প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে৷ ৫ জুন বুধবার সকালে গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। 


উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রেজাউল কবির, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন সহ সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যগন। সভা শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024