সিরাজগঞ্জের বেলকুচিতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে ফজলু শেখ (৪৫) নামে এক শ্রমিক নিহত হওয়ার মামলার আসামি আবু তালেবকে জামিন প্রদান করেছেন আদালত। গ্রেফতার হওয়ার একমাসের মাথায় বিস্ফোরন কান্ডের প্রধান এই অভিযুক্তকে ১০ হাজার টাকা জামানতে জামিন প্রদান করা হলো। 

মঙ্গলবার জামিনে মুক্ত হন বেলকুচির দাগি এই শ্রমিক নেতা। তালেব জামিন পাওয়ার খবরে আবারও এলাকায় ত্রাস ছড়িয়ে পড়ার আশংকা করছেন স্থানীয়রা।

আবু তালেব বেলকুচি উপজেলার সুবর্নসাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে। তিনি স্থানীয় সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডলের সমর্থক বলে পরিচিত। তার বিরুদ্ধে উপজেলা নির্বাচনের আগে থানা চত্বরে বিশৃঙ্খলা, উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব বদিউজ্জামানের ওপর হামলার অভিযোগেও মামলা রয়েছে।  

আবু তালেব গত জাতীয় সংসদ নির্বাচনের আগে সংগঠিত বোমা বিস্ফোরণ ও একজনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার সন্দেহভাজন আসামি। এ ঘটনায় গত ৪ মে বিকেলে তাকে নিজবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ওইদিনই তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হলে বিচারক ১২মে শুনানির দিন ধার্য করেন। পরে রোববার শুনানি শেষে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে ২০২৩ সালের ১৯ ডিসেম্বর বেলকুচি উপজেলার সুবর্ণসাড়া গ্রামের বাসিন্দা আওয়ামী লীগের এমপি প্রার্থী আব্দুল মমিন মণ্ডলের আস্থাভাজন শ্রমিক লীগ নেতা মোতালেব সরকারের বাড়িতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে নিহত হন ফজলু শেখ। তিনি কুষ্টিয়া সদর উপজেলার মিলপাড়া গ্রামের তোফাজ্জল শেখের ছেলে। এ ঘটনায় ওই বছরের ২৫ ডিসেম্বর রাতে নিহত ফজলু শেখের ভাই বিপুল রহমান বাদী হয়ে মোতালেব সরকারকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024