বরগুনার তালতলী  উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মো. মনিরুজ্জামান মিন্টু । তার নির্বাচনী প্রতীক ছিল আনারস। 


বুধবার (৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও ও সহকারী রিটানিং অফিসার সিফাত আনোয়ার তুমপা বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষণা করেন।


মো. মনিরুজ্জামান মিন্টু আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২০ হাজার ৩৯৪ জন ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান রেজবি উল কবির ঘোড়া নিয়ে পেয়েছেন ১৮ হাজার ৪০৩ভোট। তৃতীয় হয়েছেন বিএনপি বহিস্কৃত নেতা মোস্তাফিজুর রহমান। তিনি ভোট পেয়েছেন ৮ হাজার ৩৬৮ ভোট। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ৭টি ইউনিয়নের ৩৩ টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024