|
Date: 2024-06-05 15:28:51 |
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার চাঞ্চল্যকর ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. শাহিন (৩৯) কে গ্রেফতার করেছে র্যাব-১৪। ৫ জুন মঙ্গলবার মধ্যরাতে নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার গাড়াউন্দ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মো. শাহিন শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বনকুড়া গ্রামের শামসুল হকের ছেলে। জানা গেছে, ২০১৩ সালের ৩০ জুন সকালে নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের কাচিমৌ গ্রামের ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে শাহিন মিয়া ও তার সহযোগী হাবিকে সাথে নিয়ে জোরপূর্বক অপহরণ করে মোটরসাইকেলে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করে। এঘটনায় ভিকটিমের দাদি রহিতন নেছা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন। আদালত দীর্ঘ বিচারিক কার্যক্রম পরিচালনা করে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি মো. শাহিন (৩৯) এর বিরুদ্ধে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় আসামিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। এছাড়া ওই আইনের ৯ (১) ধারার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। আসামি মো. শাহিন দীর্ঘ ১০ বছর আত্মগোপনে ছিল। এরই প্রেক্ষিতে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে র্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ও সিপিসি-২ কিশোরগঞ্জ যৌথভাবে অভিযান চালিয়ে নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার গাড়াউন্দ এলাকা থেকে পলাতক আসামি মো. শাহিনকে গ্রেফতার করে। পরে ৬ জুন বুধবার সকালে নালিতাবাড়ী থানায় তাকে সোপর্দ করেছে র্যাব-১৪।
© Deshchitro 2024