|
Date: 2024-06-05 16:29:19 |
PKSF-পিকেএসএফ এর অর্থায়নে এবং এসোসিয়েশন ফর রুরাল এডভান্সমেন্ট ইন বাংলাদেশ (আরব) সংস্থার উদ্যোগে ঢাকার দোহার উপজেলার নারিশায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও গাছের চারা বিতরণ করা হয়। বুধবার সকাল ১০:৩০ মিনিটে নারিশা ইউনিয়ন পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সবাইকে নিয়ে র্যালী করা হয় এবং পরিবেশ ও সমাজকর্মী, মুহম্মদ আতিকুর রহমান আতিক-এর সৌজন্যে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। আলোচনা সভায় বক্তারা গাছ রোপণের গুরুত্ব তুলে ধরেন বলেন, বৈশ্বিক আবহাওয়া শীতল রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সবুজ ও সমৃদ্ধ পৃথিবী উপহার দিতে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। এসময় উপস্থিত ছিলেন 'আরব' সংস্থার সমৃদ্ধি কর্মসূচী সমন্বয়কারী চিত্ত রঞ্জন মজুমদার, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. সাজিদ মিয়া, মো. জসিম উদ্দিন, নারিশা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, স্থানীয় প্রবীণ ও যুবকরা উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024