টাঙ্গাইলের মির্জাপুরে  চতুর্থ ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। 


 (৫ জুন) বুধবার উপজেলা পরিষদে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শেখ নুরুল আলম  ফলাফল ঘোষণা করেন । 


ফলাফলে আনারস প্রতীক নিয়ে ৫৫৭৭০ ভোট পেয়ে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জাপুর সংসদীয় আসনের সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব একাব্বর হোসেন এর পুত্র ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত , তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে যারা  লড়েছেন মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এস এম মুজাহিদুল ইসলাম মনির তিনি কাপ পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ৩১৯৯৫ ভোট এবং বিএনপির সাবেক নেতা ফিরোজ হায়দার খান মটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২১৬৬৪ ভোট। 


ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীক নিয়ে ৫৬৬৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে লড়েছেন শওকত মিয়া তিনি টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ৫০০০৯ ভোট। 


মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে ৫৫৪৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাহবুবা শাহরীন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে যারা লড়েছেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শামীমা আক্তার শিফা তিনি ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯৮৯১ ভোট এবং চাঁদ সুলতানা তিনি হাঁস প্রতীক নিয়ে পেয়েছেন ১২৩৮৫ ভোট।


নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পেয়ে আনন্দে মেতে উঠেছে সাধারণ জনগণ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024