|
Date: 2024-06-06 09:49:59 |
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪- এ চাটখিল উপজেলা ও নোয়াখালী জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ (কলেজ) নির্বাচিত হওয়ায় সোমপাড়া কলেজের সুযোগ্য অধ্যক্ষ মোহাম্মদ মহি উদ্দিনের সম্মানে শ্রেষ্ঠ শিক্ষক উষ্ণ সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নে সোমপাড়া কলেজে ৬ জুন (বৃহস্পতিবার) সকাল ১১ টায় জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দেওয়া হয়।
অধ্যাপক মোঃ সাহাজাহান শেখ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোমপাড়া কলেজের গভর্নিং বডির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক উপ কমিটির অন্যতম সদস্য ও প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম।
আরও বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আহসান উল্যা চৌধুরী, সোনাইমুড়ী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহীদ উল্যা ভুইয়া, সহকারী অধ্যাপক প্রদীপ কুমার দে, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা ভুঁইয়া, আরিফুল ইসলাম, মাসুদ রানা, সাবেক ভিপি আবদুল আউয়াল, সাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হায়দার সোহেল, সাধারণ সম্পাদক সাহাজাদা ইকবাল, সোমপাড়া বাজার কমিটির সেক্রেটারি গোলাম রহমান মাহাবুব প্রমূখ।
অতিথিদের আলোচনা শেষে পড়ন্ত বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
© Deshchitro 2024